বর্তমানে কিছুদিন আগে মার্কেটের যে অবস্থা হইছিলো তাতে করে কোনো অল্টেই বিনিয়োগ করার সাহস হয়নাই। আজ কিছু অল্ট কিনবেন পরের দিনই দেখবেন ১০%, ২০%, ৩০% ডাউন। আর হাইপ প্রজেক্ট যেগুলো, সেগুলোর তো আরো বাজে অবস্থা। অনেকে বলে একটা না কিনে একাধিক কয়েন কিনে রাখবেন, এতে রিস্ক কম। এদিকে আমার কাছে যত অল্ট আছে, তার বেশিরভাগই "লাল" হয়ে আছে। ভালো ভালো প্রজেক্ট তারপরেও। এতগুলোর মধ্যে যদি বলি, তাহলে ২-১ টা অল্টের উপর ভরসা আছে, যেমন ETH। যদিও এটাতেও লাল, বাট এটার রিকোভারি চান্স অন্য অল্টগুলোর থেকে বেশি, অনেকটাই স্টেবলের মতো।